বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৩

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ ডিসেম্বর

মোহাম্মদ মহিউদ্দিন
উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৬ ও ২৭ ডিসেম্বর
উজানী মাদ্রাসার মাহফিলের জন্যে প্রস্তুত প্যান্ডেল।

প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম (র.) প্রতিষ্ঠিত কচুয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার দুদিনব্যাপী বার্ষিক মাহফিল বৃহস্পতিবার বাদ ফজর তালিমের মাধ্যমে শুরু হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান ও বহির্বিশ্বের বিভিন্ন মাদ্রাসা থেকে বিশিষ্ট আলেমগণ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ মাহফিলে এসেছেন। বৃহস্পতি ও শুক্রবার দুদিনব্যাপী এই মাহফিলে দেশের প্রখ্যাত আলেমগণ ওয়াজ করবেন। ২৮ ডিসেম্বর শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্বারী ইবরাহিম (র.)'র তিন পুত্র মাও. আশেকে এলাহী, মাও. ফজলে এলাহী এবং মাও. মাহবুব এলাহী। প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলের ১ম দিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবর। এতেদেশ- বিদেশের প্রখ্যাত আলেমগণ বয়ান করবেন। উজানীর মাহফিলে আগত মুসল্লিরা স্থানীয়দের কাছে অনেক সম্মানী। এলাকাবাসী মনে করেন, এসব মেহমান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে নেয়ামত। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন মাহফিল শেষে রাতে বাড়ি নিয়ে বিশেষ সমাদর ও আপ্যায়ন করে থাকেন। উল্লেখ্য, উজানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহিম (র.) সৌদি আরবের ইলমে ক্বেরাতের বিখ্যাত প্রতিষ্ঠান মাদ্রাসা সওলতিয়ায় কুরআন তেলাওয়াতের উচ্চতর জ্ঞান অর্জন করেন। তৎকালীন সময়ে তিনি আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তিনি ভারতের গাংগুহে ফকিহে মিল্লাত আল্লামা রশীদ আহমেদ গাংগুহী রাহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। অতঃপর ১৯০১ সালে দ্বীন ইসলাম ও ইলমে কেরাতের প্রচারে কচুয়া উপজেলার উজানীতে এসে জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কচুয়ার ইতিহাসের সাথে মিশে আছে যেসব ঐতিহ্য, তন্মধ্যে উজানী গ্রামে প্রাচীনতম এক গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ ও হযরত শাহ নেয়ামত শাহ (রহ.)- এর মাজার উল্লেখযোগ্য। ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের কচুয়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক বখতিয়ার খাঁ মসজিদ, মনসামুড়া এবং শাহ নেয়ামত শাহ্ (রঃ)-এর দরগাহ। কচুয়া উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার উত্তর-পূর্বে উজানী গ্রাম। এখানে রয়েছে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়