প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬
শ্রীনগরের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি, দামও নিয়ন্ত্রণে
শীত মৌসুম শুরু হতেই মুন্সিগঞ্জের শ্রীনগরের বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। কৃষকদের ভালো ফলন ও বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলার সবজিচাষী শাহ আলম জানান, বর্ষার শেষে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে উচ্চভূমিতে সবজির ভালো ফলন হয়েছে। শীত মৌসুমের শুরুতেই কৃষকরা জমি থেকে সবজি উত্তোলন করে বাজারে আনতে পারছেন।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা, মূলা ২০ টাকা, শীম ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, দেশি পেঁয়াজ ৬০ টাকা, ধনিয়া পাতা ৬০ টাকা এবং টমেটো ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া লাল শাক, মূলা শাক আঁটি প্রতি ১০ টাকা এবং গাজর প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা আলমগীর বলেন, “জমি থেকে প্রচুর পরিমাণ সবজি বাজারে আসায় দাম এখন ক্রেতাদের নিয়ন্ত্রণে। এতে আমাদের বিক্রিও বেড়েছে।”
সবজি ক্রেতা তাওহিদুল ইসলাম জানান, “দীর্ঘদিন পর বাজারে এতসবজির সরবরাহ দেখলাম। দামও সাশ্রয়ী, ফলে ইচ্ছামতো সবজি কিনতে পারছি।”
বিক্রেতা মোহাম্মদ রফিকুলের মতে, বাজারে সবজির সরবরাহ বেশি হওয়ায় এবং দাম স্থিতিশীল থাকায় বিক্রেতারাও লাভবান হচ্ছেন।
শ্রীনগরের বাজারে শীতকালীন সবজির এমন সুষম সরবরাহ কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।