মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

৬ মাসে আইসিডি কাস্টমস হাউজে প্রবৃদ্ধি ২২ শতাংশ
অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে (এনবিআর) আইসিডি কাস্টমস হাউজ (কমলাপুর) চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ।

এনবিআর থেকে পাওয়া তথ্যানুসারে, ছয় মাসে আইসিডিতে রাজস্ব আহরণ হয়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৮৫ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ। যেখানে ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছিল হাজার ৬২২ কোটি ৭২ লাখ টাকা।

এর মধ্যে কেবল গত ডিসেম্বরে আইসিডির রাজস্ব আহরণ হয়েছে ৪০২ কোটি ২৮ লাখ টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৭৬ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। আগের অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছিল ৩৪১ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসেবে প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি।

এ বিষয়ে আইসিডি কাস্টমস হাউজের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, হাতে নেওয়া কর্মকৌশল বাস্তবায়ন ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় ফাঁকির পরিমাণ কমে গেছে। যে কারণে আইসিডির রাজস্ব আদায় ভালো হচ্ছে। তাছাড়া সেবার মান বাড়ানোর ফলে ব্যবসায়ীরা এই কাস্টমস হাউজ ব্যবহারে আগ্রহী হচ্ছে।

২০২১-২০২২ অর্থবছরে আইসিডি কাস্টমস হাউজের (কমলাপুর) লক্ষ্যমাত্রা ৪ হাজার ২২৮ কোটি টাকা। যেখানে চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

যার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়