প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত মেসার্স লিয়াকত ট্রেডার্সে লাইসেন্সবিহীন রাসায়নিক সার বিক্রি এবং একই দোকানে গো খাদ্য ও পোল্ট্রি খাদ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স লিয়াকত ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেনকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গণি, ফারুক হোসেনসহ কচুয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।
মোবাইল কোর্টের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহ চাঁদপুর কণ্ঠকে বলেন, সরকার নির্ধারিত মূল্য, লাইসেন্সবিহীন এবং নিয়ম ব্যতিত সার বিক্রয় করা যাবে না। যদি কেউ আইন অনুসরণ না করেন তাহলে চলমান মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন বলেন, বিধি মোতাবেক লাইসেন্স ব্যতীত কেউ সার বিক্রয় করতে পারবে না। তাছাড়া বালাইনাশক এবং রাসায়নিক সারের দোকানে পোল্ট্রি, গো-খাদ্য ও মানুষের খাবার বিক্রয় করা আইনত দ-নীয় অপরাধ। এ বিষয়ে সকল কৃষি উপকরণ ব্যবসায়ীদের সতর্কীকরণ করা হচ্ছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী তা মানছে না। যারা মানবে না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।