প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা। ২ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরীর সভাপ্রধানে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ স্যাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডঃ আবদুর রহমান, অ্যাডঃ রোমানা আফরোজ, অ্যাডঃ হুমায়ুন কবির সুমন প্রমুখ।
মানববন্ধনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা নেতৃবৃন্দসহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডাঃ দীপু মনি চাঁদপুরবাসীর গর্ব। চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ যদি দুর্নীতি করে তাহলে তার বিচার অবশ্যই হওয়া উচিত। যার কোনো জায়গা নেই, তার নামে না বুঝে মিথ্যাচার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।