প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
অ্যাডঃ আঃ মতিন পাটোয়ারীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ আবদুল মতিন পাটোয়ারীর ত্রয়োদশ (১৩তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের তৃতীয় তলায় বাদ জোহর মরহুমের ছেলে অ্যাডঃ সাইফুল ইসলাম পাটোয়ারীর ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতি মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ শেখ আবু তাহের, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ আব্দুল গফুর, অ্যাডঃ মুরাদ চৌধুরী, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ বদরুল আলম চৌধুরীসহ জেলা আইনজীবী সমিতির অন্য আইনজীবীগণ। মিলাদ ও দোয়া শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তবররুকের ব্যবস্থা করা হয়।
উল্লেখ, ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের মুন্সেফপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মারা যান।
অ্যাডঃ আব্দুল মতিন পাটোয়ারী ১৯৪৫ সালের ৬ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার হুগলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম আলহাজ্ব আলতাফ আলী পাটোয়ারী ও মাতা ছিলেন মরহুমা অজুফা খাতুন। ৫ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জনক ছিলেন। তাঁর একমাত্র ছেলে অ্যাডঃ সাইফুল ইসলাম পাটোয়ারী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী হিসেবে বিচার প্রার্থীদের সেবা দিয়ে আসছেন।