প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের স্থায়ী প্রকল্প হচ্ছে ‘কেয়ার ফর সিনিয়র সিটিজেন’। এ প্রকল্পের আওতায় খুরশিদা বেগম নামে চাঁদপুর শহরের বকুলতলা এলাকার এক প্রবীণ নারীকে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, নগদ অর্থ, শীতবস্ত্র, পরিধেয় বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। গত ৩০ জানুয়ারি বিকেলে উক্ত নারীকে বিভিন্ন সামগ্রী প্রদানকালে ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম, সেক্রেটারী ডালিয়া খানম, সিনিয়র সহ-সভাপতি রওশন আর বেগম, সহ-সভাপতি মিতু আক্তার, এডিটর নাসরিন হোসাইন নওশীন, ক্লাব সদস্য রুবিনা মরিয়ম উপস্থিত ছিলেন।