প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার
বাবুরহাট উবি ও কলেজ শিক্ষক পরিষদের প্রতিবাদ
গত ৩০ জানুয়ারি রোববার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের সভাপতি ও অধ্যক্ষের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত্র বিষয়ে বিভিন্ন মহল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, তাঁর পরিবার ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে যে ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করছে তা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের বক্তব্যে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সবাইকে ধৈর্য্য ও সহিষ্ণুতামূলক আচরণ করার আহ্বান জানাই। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তাঁর বক্তব্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন, যা তাঁর সততা ও সাহসিকতার পরিচায়ক। এ ধরনের সাহসী বক্তব্য শুধুমাত্র তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব। আমরা তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কমনা করি। সভা সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির, শেখ নজরুল ইসলাম, সবিতা বিশ^াস, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জাকির হোসেন, মোঃ হুমায়ুন কবির, মামুনুর রহমান, মোঃ মাসুম পাটওয়ারী, প্রভাষক মোঃ রাসেল মিয়া।
|আরো খবর
পরিশেষে সভার সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।