মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

এনটিভির চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শরীফুল ইসলাম
অনলাইন ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির (ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফুল ইসলাম। গত ২৬ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।

এনটিভিতে যোগদানের আগে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ইউএস বাংলা গ্রুপের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ও আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর চাঁদপুর প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি প্রায় এক যুগ ধরে চাঁদপুরের পাঠকপ্রিয় পত্রিকা ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

এছাড়াও শরীফুল ইসলাম চাঁদপুরের সংস্কৃতি, সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুরের প্রখ্যাত নাট্যগোষ্ঠির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা কমিটির কার্যকরী সদস্য এবং স্বপ্নতরু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে শরীফুল ইসলাম চাঁদপুর জেলা ও উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের মানুষকে পূর্বের ন্যায় সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়