প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা শিল্পকলা একাডেমীর সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুল হাসান কাউসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ইলিয়াস খান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি রীমি মজুমদার।
মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের চাঁদপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।
এছাড়াও উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।