প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ডিবি পুলিশের অভিযানে মাদকসহ যুবককে আটক করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লোদেরগাঁও গ্রামের একটি সিএনজি গ্যারেজের সামনে থেকে মোঃ গোলাম রব্বানী নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সদর উপজেলার দক্ষিণ আলগির ফরাজী বাড়ির মোঃ আবু তালেবের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা যায়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর ডিবি পুলিশে কর্মরত এসআই (নিরস্ত্র) অনুপ কুমার দে ও সঙ্গীয় ফোর্স। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়।