প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০
গ্রেফতারকৃত আসামীরা হলো : মাসুদুর রহমান (৪০), পিতা মৃত শফিকুল ইসলাম, সাং : কালিরবাজার, যশপুর; রনি হাসান (২১), পিতা জাহাঙ্গীর আলম, সাং বল্লভপুর পশ্চিমপাড়া, কালিরবাজার; মোঃ জনি (২৪), পিতা মৃত আব্দুল কুদ্দুস, সাং চকবাজার, ১৭নং ওয়ার্ড, পাতরিয়াপাড়া; প্রকাশ চন্দ্র দাস (২২), পিতা সঞ্জয় চন্দ্র দাস, সাং শুভপুর, ৬নং ওয়ার্ড এবং মোঃ শুভ (২২), পিতা জলিল মিয়া, সাং কাশারিপট্টি, ১৫নং ওয়ার্ড, চকবাজার থানা কোতয়ালী, জেলা কুমিল্লা; মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা রওশন আলী, সাং ২য় মুরাদপুর, থানা কোতয়ালী, জেলা কুমিল্লা; মোঃ মিজান (২৪), পিতা মোঃ আবুল হাসেম, সাং গঙ্গারচর, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা; মোঃ জিহান (১৯) পিতা কামাল হোসেন, সাং আশ্রাফপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর; মোঃ তানভীর (২০), পিতা মৃত আযহার আলী, সাং রাওনাইট, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর; মোঃ আকাশ (২০), পিতা মৃত অহিদ মিয়া, সাং কৈলাইন, থানা কচুয়া, জেলা চাঁদপুর; মোঃ জুয়েল (২১), পিতা ফয়সাল, সাং রামপুর রাখালদিঘি, থানা আওটারী, জেলা পঞ্চগড়; এবং মোঃ সাকিব (১৯), পিতা মোঃ জাহাঙ্গীর, সাং নোয়াগাঁও, থানা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উপরোল্লেখিত অভিযোগসমূহের দায় স্বীকার করেছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।