প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডঃ তৌফিক নাওয়াজের সুস্থতা কামনা করে চাঁদপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ডাঃ দীপু মনির পরিবারের পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র, চাঁদপুর পুরাণবাজার মোহাম্মদীয়া আরাবিয়া কওমী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মাঝি পুরাণবাজারে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। গতকাল ৩০ জানুয়ারি রোববার বাদ আছর পুরানবাজার কবরস্থান সংলগ্ন বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ আহম্মদ।
এ দোয়ানুষ্ঠানে চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তানভির আহমেদ, সাংগঠনিক সম্পাদক অন্তর বেপারী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ মাগরিব বেগম জামে মসজিদেও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, চাঁদপুরের উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডঃ তৌফিক নাওয়াজ দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা তাঁর জন্যে দোয়া করবেন তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন। ডাঃ দীপু মনি চাঁদপুরের উন্নয়নে অনবদ্য কাজ করে যাচ্ছেন। তাঁর জন্যে মেডিকেল কলেজ স্থাপন, স্বাস্থসেবার উন্নয়নসহ চাঁদপুরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি যদি ভালো থাকেন, তাহলে আমরাও ভালো থাকবো এবং চাঁদপুরের উন্নয়নের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে। তাই আপনারা তাঁর জন্যও দোয়া করবেন, যাতে তিনিসহ আমরা সকলেই সুস্থ থাকতে পারি। করোনায় আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। এ সময় অনেকেই হারিয়েছে তাদের কর্মসংস্থান, হয়েছে বেকার। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আমরা যখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছি, তখন আবার সারা বিশে^ দেখা দিয়েছে ওমিক্রনের ভয়াবহতা। আল্লাহপাক যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দেন সকলে সে জন্য দোয়া করবেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে সকলকে অনুরোধ করেন। দোয়া শেষে তবররুক বিতরণ করা হয়।