মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০০:০০

মতলব উত্তরে শতবর্ষী গাজী আমির হামজার ইন্তেকাল
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শতবর্ষী গাজী আমির হামজা আর বেঁচে নেই। ২৮ জানুয়ারি শনিবার বেলা ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা আমিরাবাদ বাজার মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়েছে।

গাজী আমির হামজা ১৯৬৬ সালের ৫ মার্চ এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তখন স্কুলটির দুঃসময় ছিল। তিনি বেতন না নিয়েও শিক্ষকতা পেশা চালিয়ে গেছেন। এ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নেশা থেকেই তিনি এ কাজ করে গেছেন। অবশেষে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে তিনি এই স্কুল থেকেই অবসর নেন। এই মানুষ গড়ার কারিগরের অসংখ্য ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন।

গাজী আমির হামজা যখন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন তখন নবম শ্রেণীর ছাত্র ও পরে এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করা মনতোষ মজুমদার বলেন, আমির হামজা স্যার ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের এবং ভদ্র-শান্ত স্বভাবের মানুষ। শিক্ষক হিসেবে তিনি ছিলেন খুবই ধৈর্যশীল ও পরিশ্রমী।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানান, আমি নিজেও স্যারের ছাত্র। স্যার হাসপাতালে ভর্তি আছে জেনে স্যারের সুস্থতার জন্য শনিবার সকালে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করেছিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেনো মানবিক গুণাবলি সম্পন্ন আমাদের প্রিয় আমির হামজা স্যারকে বেহেস্তবাসী করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়