মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ জানুয়ারি শনিবার বিকেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নূর খানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আয়েশা রহমান লিলি, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও পৌর কাউন্সিলর আয়েশা রহমান, সদস্য জাহানারা বেগম, মনোয়ারা হারুন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন ইসলাম নিপা, তাপসী কর, কানিজ আয়শা কবিতা ও আকলিমা শিউলি।

অন্যদিকে যুব মহিলা লীগের মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও সভানেত্রী ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক ফারহানা রুমা, সহ-সভাপতি পৌর কাউন্সিলর শাহিনা বেগম, ইতু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ফাতিহা বারী, জেলা যুব মহিলা লীগ নেত্রী কাউন্সিলর ফেরদৌসী আক্তার, নাজমা আলম, রোকসানা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি আয়শা আক্তার শ্যামলী, সাধারণ সম্পাদিকা সাজেদা মুক্তা প্রমুখ। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়