প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার শাহ সাহেব জামে মসজিদে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক মোজাহের হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আসগর মিয়াজী, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহেতেশামুল গণি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ শিকদার, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ। দোয়া মাহফিলে ইঞ্জিঃ মমিনুল হক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।