প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কচুয়াবার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কচুয়া পৌরসভার তালুকদার সুপার মার্কেটে পত্রিকার কার্যালয়ে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আমির হোসেন, অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান, স্টাফ রিপোর্টার ফরহাদ চৌধুরী, জাতীয় মানবাধিকার সোসাইটি কচুয়া শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ ইয়াছিন, পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ মাসুদ মিয়া, আবু হানিফ, সঞ্জীব ভৌমিক অপু, মাসুদ আলম ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার কচুয়া প্রতিনিধি ইসমাইল হোসেন বিপ্লব। সভায় বিস্তারিত আলোচনা শেষে ৬ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। এ উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য কামাল হোসেন অন্তর, গাজী ইয়াছিন, আমির হোসেন ও মাসুদ আলম।