প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হন মোঃ সেলিম হোসাইন, সহ-সভাপতি মাহাদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক আজাদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। তিনি তার বক্তব্যে বলেন, সঠিক আনুগত্যের মাধ্যমেই একটি সংগঠনের মজবুত ভিত তৈরি হয়। আনুগত্যশীল আদর্শিক রাজনৈতিক সংগঠন ব্যতীত একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে না।
জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএম মাহদী হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-সম্পাদক (প্রকাশনা বিভাগ) ও ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারী মাওলানা কেএম ইয়াসীন রাশেদ সানী, শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফসার উদ্দিন ও ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ। এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।