প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের খ্যাতিমান ব্যবসায়ী, বিশিষ্ট ধর্মানুরাগী দানশীল ব্যক্তিত্ব, চাঁদপুর হরিবোলা সমিতির সম্মানিত সদস্য কার্তিক চন্দ্র সাহার মহাপ্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর মহাশ্মশানে এখানকার মন্দির কমপ্লেক্স ও হরিবোলা সমিতির আয়োজনে উক্ত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিকের সভাপ্রধানে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সন্তোষ চন্দ্র দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি তপন কুমার সরকার, চাঁদপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, চাঁদপুর পুরাণবাজার রামঠাকুর দোল মন্দিরের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
আন্তর্জাতিক বলদেব সংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জয়রাম রায়ের পরিচালনায় বিভিন্ন মন্দির ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তমাল কুমার ভৌমিক, নির্মল পাল, রনজিত সাহা মুন্না, তন্ময় বণিক প্রমুখ। এ সময় হরিবোলা শ্মশান মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শেখর চন্দ্র পাল, দুলাল চন্দ্র রায়, সুকান্ত সাহা টিটু, প্রবীর পোদ্দার, অমল রক্ষিত মনা, লিটন সাহা, রতন মিত্র, লিটন মজুমদার, মানিক পোদ্দার প্রমুখ।
প্রধান অতিথি সুভাষ চন্দ্র রায় প্রয়াত কার্তিক সাহার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি একজন খ্যাতিমান ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তি। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে কখনো সাম্প্রদায়িকতাকে স্থান দেননি। তার কাছে সকল সম্প্রদায়ের মানুষই ছিলো আপন। তার প্রমাণ আমরা পেয়েছি তার মৃত্যুর পর। তার মৃত্যু সংবাদে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ যেভাবে তার বাসভবনে ছুটে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রতি মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা তাতেই প্রমাণিত হয়েছে, তিনি কী রকম মানুষ ছিলেন। তিনি চাঁদপুর কণ্ঠের সম্পাদক কাজী শাহাদাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কার্তিক সাহা ভালো মানুষ ছিলেন বলেই দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় তাকে নিয়ে সম্পাদকীয় কলাম লিখা হয়েছে। আমি চাঁদপুর কণ্ঠ পরিবারসহ চাঁদপুরের সকল পত্রিকার সম্পাদক ও সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, কার্তিক সাহা আমার একজন প্রিয় মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে, কিন্তু দানশীল মানুষ রয়েছে খুবই কম। প্রয়াত কার্তিক সাহার অর্থের প্রাচুর্য তেমন না থাকলেও মানুষকে সহায়তা করার মন ছিল তার অনেক বড়। তিনি করোনাকালীন অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্বিঘেœ। খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কয়েকশ’ পরিবারকে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে বহু প্রতিষ্ঠান সংস্কার করেছেন নীরবে নিভৃতে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে তার অবদান ছিল অনস্বীকার্য। আমরা তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। মহাশ্মশান নির্মাণেও তার অবদান রয়েছে অনেক। আজকের স্মরণ সভায় তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। কৃতজ্ঞ চিত্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্মরণ করছি যারা এ সমাজের জন্য, সমাজের মানুষের জন্য ভালো কাজ করে গেছেন সেই মহাপ্রাণ ব্যক্তিদেরকে। তাদের আত্মার শান্তি কামনা করছি। শোকসভায় সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।