প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের উদ্যোগে নোয়াগাঁও উত্তরপাড়া জামে মসজিদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এনামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, আওয়ামী লীগ নেতা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুর রব, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা স্বপন, শাহজালালসহ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির দ্রুত সুস্থতায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নোয়াগাঁও উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।
উল্লেখ্য, কচুয়া থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কচুয়ার মসজিদে মসজিদে দোয়া মুনাজাত করছেন নেতা-কর্মীরা।