প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ, লেখক ও গবেষক ওয়াহিদুল হককে। ২৭ জানুয়ারি তাঁর ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের পুরাণবাজারে বিশিষ্ট সংগঠক রফিক আহমেদ মিন্টুর বাসভবনে স্মরণ সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রয়াত ওয়াহিদুল হকের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহম্মদ, সংগীত নিকেতন, চাঁদপুরের বিমল দে, বিচিত্রা সাহা, আনন্দধ্বনির সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিক আহমেদ মিন্টু।
বক্তারা বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন ওয়াহিদুল হক। শুদ্ধ সংগীত চর্চা ও দেশপ্রেম নিয়ে তাঁর লেখাগুলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় বিশেষ ভূমিকা পালন করেছে।
স্মরণ সভা শেষে সংগীতানুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এর আগে ওয়াহিদুল হকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সূত্র : সময় টিভি অনলাইন