প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ মোঃ শরীফ হাওলাদার (২৭) ও মোঃ শাকিল ওরফে শাকিব (২২) নামে দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তা এলাকা থেকে মোঃ শরীফ হাওলাদার (২৭), মোঃ শাকিল ওরফে শাকিব (২২)কে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃত শরীফ হাওলাদার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিম হাওলাদার বাড়ির নাছির হাওলাদারের ছেলে ও শাকিল ওরফে শাকিব একই এলাকার পশ্চিম পাড়া মনু গাজী বাড়ির ইউছুফ গাজীর ছেলে। শরীফ হাওলাদার ইতিপূর্বে মাদকসহ চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলো। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৪ কেজি গাঁজাসহ শরীফ ও শাকিল ওরফে শকিবকে আটকের কথা স্বীকার করে বলেন, মামলা দায়েরপূর্বক তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।