মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

ডাঃ দীপু মনির নামে মিথ্যাচারের প্রতিবাদে আশিকাটি ও শাহমাহমুদপুর ইউনিয়নে প্রতিবাদ সভা
বাদল মজুমদার ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের বিরুদ্ধে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের আস্থার সংগঠন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার দ্বারা এ দল পরিচালিত হয়। ডাঃ দীপু মনি তাঁরই আস্থাভাজন সৎ ও নিঃস্বার্থবান মানুষ। দল ও সাধারণ মানুষের ভালোবাসায় তাঁর পথচলা। চাঁদপুরের উন্নয়নের রূপকার ডাঃ দীপু মনির উন্নয়নে ইর্ষান্বিত হয়ে দলের ভেতর ঘাপটি মেরে থাকা খন্দকার মোশতাক বাহিনী ও বিএনপি-জামায়াত তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা অন্যায়কারীদের বিরুদ্ধে অবশ্যই সজাগ থাকবো। অন্যায়কারী যদি আমাদের দলেরও হয় আমরা তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবো। তবে কেউ যদি কোনো ব্যক্তির অন্যায়কে আড়াল করার জন্যে চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নয়নের মনি চাঁদপুরবাসীর উন্নয়নের রূপকার ডাঃ দীপু মনির সম্মান ক্ষুণœ করতে চায়। আমরা চাঁদপুরবাসীকে সাথে নিয়ে এর উপযুক্ত জবাব দেবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, শহর আওয়ামী লীগ নেতা বাদশা পাটওয়ারী।

২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক ভূঁইয়া ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সভাপতি আক্তার হোসেন পাটওয়ারী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল হাজী। আরো বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হান্নান খান মিলন, ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল খান, যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়