প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কচুয়া পৌর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কচুয়াবাজার ও বিশ^রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ পথচারীকে অর্থদ- প্রদান করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলম ও কচুয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হাবিবুর রহমানসহ অন্য পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকার ঘোষিত চলমান বিধি নিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে হাট-বাজারে চলাচল করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। তাছাড়া জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। সবাইকে করোনা সংক্রমণ রোধে সচেতন থাকার পরামর্শ দিয়ে যাচ্ছি। যে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হওয়ার কথা আমরা তাদের কাছে সেটি পৌঁছে দিচ্ছি। তারপরও যারা স্বাস্থ্যবিধি ও বিধি নিষেধ মানছে না তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে জরিমানা করা হচ্ছে।