প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (৫২)-এর দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, রফিকুল ইসলামকে গত ২৬ জানুয়ারি দুপুরে উক্ত বিদ্যালয়ের ৩য় তলার একটি শ্রেণী কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ লাশ হেফাজতে নিয়ে ২৭ জানুয়ারি লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
গতকাল বাদ মাগরিব চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজারস্থ গাজী বাড়ি সম্মুখে রফিকুল ইসলামের জানাজা শেষে একই বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মরহুমের সহকর্মীবৃন্দ ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।