প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার এক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৬ জানুয়ারি বুধবার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলীতে মতিন মনোয়ারা ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ এ জরিমানা করেন।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩-এর ধারা ১৪ অনুসারে ওই ইটভাটাকে ১ লাখ টাকা অর্থদ- করে আদায় করা হয়।
এছাড়া উপজেলার ছেঙ্গারচর বাজার, সাদুল্যাপুরসহ আশপাশের কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে মোবাইল কোর্টের অভিযানে ৭ জনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ আরো জানান, শুধু ইটভাটা কেনো, যেখানে অন্যায়-অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে, তাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সকলকে আন্তরিক ও যতœবান হতে হবে।