সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

শতাধিক রিকশাচালককে শীতের পোশাক দিয়েছে ‘সাইরেন’
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর শহরের শতাধিক রিকশাচালকের মাঝে শীতের পোশাক বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইরেন’। বুধবার বাসস্ট্যান্ডে এসব পোশাক অসহায় রিকশাচালকদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়। তিনি বলেন, করোনা মহামারী প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই। তাছাড়া সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অব্যাহত প্রচারণা, মাস্ক ও লিফলেট বিতরণসহ যাবতীয় কর্মকা-ের জন্যে ‘সাইরেন’কে তিনি ধন্যবাদ জানান।

এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ, সংগঠনের সহ-সম্পাদক জাহিদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম নিরব, দপ্তর সম্পাদক জুয়েল সরকার, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আক্কাছ আলী রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ, সাধারণ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়