প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী কল্পনা রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২৬ জানুয়ারি বুধবার চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ বাসভবনে এদিন তার আত্মার শান্তি কামনাপূর্বক বাৎসরিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয়। এতে পৌরোহিত্য করেন পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের অধ্যক্ষ কেদারনাথ চক্রবর্তী কেদু কর্তা। একইদিন চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দিরে প্রয়াতের সন্তুষ্টি কামনায় মধ্যাহ্নে অতিথি আপ্যায়ন করা হয়। আগত অতিথিদের স্বাগত জানান প্রয়াতের স্বামী সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানে জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ আত্মীয়স্বজনগণ উপস্থিত ছিলেন। সকলেই প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি কল্পনা রায় ঢাকার নিউ লাইফ হাসপাতালে ৬৭ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। জীবদ্দশায় তিনি সামাজিক সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে মানবকল্যাণে নীরবে-নিভৃতে অনেক ভালো কাজ করে গেছেন। ধর্মীয় তিথি অনুযায়ী গতকাল তার বাৎসরিক ক্রিয়াকর্ম সম্পন্ন করা হয়।