প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় ১ কেজি গাঁজা ও ৫০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আশ্রাফপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র বিল্লাল হোসেন (৩০)কে ১ কেজি গাঁজা ও একই গ্রামের আহমদ রেজার পুত্র সাহাদাত হোসেন (৩১)কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কচুয়া থানায় উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথকভাবে মামলা দায়ের হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।