সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

কার্তিক সাহার মৃত্যুতে হরিবোলা সমিতির শোক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সালিসি বোর্ডের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী কার্তিক চন্দ্র সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর হরিবোলা সমিতির নেতৃবৃন্দ।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় কার্তিক সাহার মৃত্যু সংবাদে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য ছুটে আসেন চাঁদপুর হরিবোলা সমিতির নেতৃবৃন্দ। তারা প্রয়াতের মরদেহে ফুলেল শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলা জর্জকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী, হরিবোলা সমিতির প্রবীর পোদ্দার, কিশোর কুমার শংকর, গোবিন্দ সাহা, তমাল ভৌমিক, বেনুলাল মজুমদার, সংগ্রাম চন্দ, বিকাশ মজুমদার টিটু, বাপ্পী সিংহ রায়, রতন মিত্র প্রমুখ।

হরিবোলা সমিতির সভাপতি, চাঁদপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক এক শোকবার্তায় বলেন, প্রয়াত কার্তিক চন্দ্র সাহা ছিলেন একজন উদার মনের দানশীল ব্যক্তি। তিনি কখনো কোনো ভালো কাজে কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকেননি। নীরবে নিভৃতে মানুষকে সহযোগিতা করেছেন অকাতরে। সামাজিক ও সেবামূলক কাজে তার অবদান অনস্বীকার্য। চাঁদপুর মহাশ্মশান উন্নয়নে কার্তিক সাহার অবদান চাঁদপুর হরিবোলা সমিতি আজীবন স্মরণ রাখবে। তিনি ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী। তার মৃত্যু আমাদের সনাতন ধর্মালম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। আমরা তার বিদেহী আত্মার শান্তিকামনা পূর্বক তার পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। পরিবারটি যেন এ শোক কাটিয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়