প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্বপাশের সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। প্রায় দু বছর ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী। রাস্তার অনেকাংশ পার্শ্ববর্তী পুকুরে দেবে গেছে।
স্থানীয়রা জানান, প্রায়ই এ স্থানে দুর্ঘটনা ঘটে। যাত্রী সাধারণ মনে করেন, রাস্তা নয় এ যেনো মরণফাঁদ। যে কোনো সময় মানুষ গাড়িসহ পার্শ্ববর্তী পুকুরে নিমজ্জিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুকুরের পাশে গাইড ওয়ালসহ রাস্তাটি সংস্কারের জন্যে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা দ্রুত পৌর কর্তৃপক্ষের নিকট রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।