সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে
বাদল মজুমদার ॥

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন। দপ্তর সম্পাদক বিপ্লব সরকারের পরিচালনায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে। বাখরাবাদ ও তিতাস গ্যাস কোম্পানি অদৃশ্য শক্তির বলে দেশের করোনার ভয়াবহতার মাঝেও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। কোনো অবস্থাতেই বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা যাবে না। এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে।

বক্তারা আরো বলেন, গ্যাস-বিদ্যুতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। করোনা পরিস্থিতিতে অনেকেই চাকুরি ছেড়ে গ্রামে চলে গেছে। আমরা দেখছি ডাক্তারগণও তাদের ভিজিট বাড়িয়ে দিয়েছেন। বিশে^ করোনা মহামারি বৃদ্ধি পেয়েছে। আসুন আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে চলি।

এ সময় বক্তব্য রাখেন জেলা ক্যাবের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সদস্য নজরুল ইসলাম সাজু, প্রচার সম্পাদক মির্জা জাকির, আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উত্তর শ্রীরামদি সপ্রাবি প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী, সাংবাদিক শাহআলম মল্লিক, সনাক সহ-সভাপতি আঃ মালেক, জেলা ক্যাব সদস্য অভিজিত রায় প্রমুখ। মানববন্ধন শেষে স্বাস্থ্য সুরক্ষায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়