প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তি থেকে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৩ জানুয়ারি রাত ৮টায় মেহের ডিগ্রি কলেজের বিপরীতে (পূর্ব পাশে) খান মার্কেটের ১নং দোকান প্রদীপ সু-স্টোর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইয়াবাসহ প্রদীপ সরকার (৪২), পিতা-মৃত কানু সরকার, সাং-পূর্ব উপলতা (সরকার বাড়ি), ওয়ার্ড নং-৫, থানা-শাহরাস্তিকে গ্রেফতার করে। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্স। উক্ত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় এজাহার দায়ের করা হয়েছে।