প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান পালন করা হয়েছে। গত ২৪ জানুয়ারি বাদ আসর নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়ার আয়োজন ও স্মৃতিচারণ করা হয়।
নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মরহুমের ছোট ছেলে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঞা মোঃ মামুন ও ঘিলাতলী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মু. গোলাম মাওলা।
বক্তাগণ মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার উপর স্মৃতিচারণ করে বলেন, মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞা ছিলেন নারায়ণপুর বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী। তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন। তিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন।
স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মু. গোলাম মাওলা। উপস্থিত ছিলেন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান, মোঃ মাহমুদুল হাসান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞা নারায়ণপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঞা মোঃ মামুনের পিতা।