প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় ২০২১- ২২ আর্থিক সালে গুলশা, পাবদা ও টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি সোমবার উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২০ জন মৎস্যচাষীকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।
সার্বিক প্রশিক্ষক হিসেবে ছিলেন চাঁদপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান
ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ।