প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর নৌ-টার্মিনাল আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নে মাদ্রাসা রোড, নিশিরোড, জামতলা সড়ক প্রশস্তকরণে বিআইডব্লিউটিএ, রেলওয়ে ও বিশ^ ব্যাংকের কর্মকর্তারা গতকাল এ সকল রোড পরিদর্শন করেছেন। বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফরহাদউজ্জামান, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম জাবির হোসেন, প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী আঃ হামিদ, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম, উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান, কানুনগো কাওসার হামিদ ও বিশ^ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাদের সাথে আরও ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি শাহ আলম মল্লিক প্রমুখ।