প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে কৃষি জমি থেকে গতকাল রোববার বিকেলে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করে উপজেলা প্রশাসন। অবৈধ ড্রেজার চালানোর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার তা বিনষ্ট করার নির্দেশ দেন।
ওই নির্দেশ পেয়ে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারী সশরীরে ঘটনাস্থল পুটিয়া গ্রামের কৃষি জমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে। তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোনো জরিমানা আদায় করা যায়নি।