প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সম্মানিত সদস্য তালহা জুবায়ের ও গীতা পাঠ করেন খোকন কর্মকার।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। এ সময় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এরপর পর্যায়ক্রমে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ ও ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অডিটকল্পে একটি উপ-কমিটি গঠন করা হয়। এরপর সংগঠনের নতুন কমিটি গঠনকল্পে সিনিয়র সাংবাদিক ও সংগঠনের অন্যতম সদস্য গোলাম কিবরিয়া জীবনকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ রানা, কোষাধ্যক্ষ ইব্রাহিম রনি, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ খুরশিদ আলম, সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন, সোহেল রুশদী, আব্দুল আউয়াল রুবেল, খোকন কর্মকার ও তালহা জুবায়ের।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় টেলিভিশন ফোরামের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।