প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব দক্ষিণে প্রিন্সিপাল আঃ রব ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইসলামিক সোসাইটি মতলব ও দারুল ইসলাম সোসাইটি ধনারপাড়ের আয়োজনে প্রিন্সিপাল আঃ রব ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মুহাম্মদ শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি মতলবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, নির্বাহী কমিটির সদস্য শরীফ উল্লাহ পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।