প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর পৌর ১৪নং ওয়ার্ডস্থ শিলন্দিয়া আবু বক্কর জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্না এবং চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমনসহ চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
উক্ত দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হাজরা, মাসুম বিল্লাহ, জসিম মজুমদার, মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মৃধা, আল হেলাল ইনু, প্রচার সম্পাদক মোঃ আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মেহেদী হাসান তাজ, খোরশেদ আলম আকিব, মাকসুদ উল্যা, কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা ফারুকসহ অন্য নেতা-কর্মী ও মুসল্লিগণ।