প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় এমপির শীতবস্ত্র বিতরণ
কচুয়ায় ৩২টি এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে ১ হাজার ৮০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এসব শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।
একই দিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি গুলবাহারে নবপ্রতিষ্ঠিত কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠ কার্যক্রমের শুভ উদ্বোধন এবং বিকেলে বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডঃ আব্দুল আউয়াল খন্দকারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।