প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে দ্বিতীয়বারে মতো মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু বকর মজুমদার উজ্জ্বল। গত ১৩ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে ১১ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে আবু বকর মজুমদার উজ্জ্বলকে পুনরায় সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য সচিব প্রধান শিক্ষক আজিজ উল্লাহ, দাতা সদস্য মোস্তফা ফখরুদ্দিন, অভিভাবক সদস্য মোঃ নাসির বকাউল, মোঃ মনির হোসেন, মোঃ জিল্লুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফারজানা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুছ ছোবহান ও মোঃ মোবারক হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রূপালি রাণী ম-লকে মনোনীত করা হয়েছে।
আবু বকর মজুমদার উজ্জ্বল এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত করায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যসহ কচুয়ার অভিভাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও পড়ালেখার মানোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।