প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০
সরকারের চলমান ১০টি উন্নয়নমূলক কাজ তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কার্যক্রমের আওতায় ও মুজিববর্ষ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ১৮ জানুয়ারি মঙ্গলবার কচুয়ায় রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মোতাছেম বিল্লাহর সভাপ্রধানে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মোখলেছুর রহমান, মোশারফ হোসেন ফরাজী মহসিন প্রমুখ।