সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় রিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার
মেহেদী হাসান ॥

কচুয়ায় পুকুর থেকে রাসেল হোসেন (৩৫) নামে এক রিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে ওই রিকশাচালক যুবকের লাশ ও তার রিকশাটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল হোসেন পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের মোঃ ইউসুফের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীসহ কচুয়া উপজেলার বলরা গ্রামে ভাড়া থাকতেন। তার শ্বশুর বাড়ি কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে। ঘটনার দিন তার স্ত্রী শ্বশুর বাড়িতে ছিলেন।

প্রত্যক্ষদর্শী রাসেল মজুমদার, রুবেল হোসেন ও আবু বকর চাঁদপুর কণ্ঠকে জানান, তারা শুক্রবার সকালে পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পুলিশকে খবর দিলে তারা এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার সন্ধান পাওয়া যায়। তিনি পেশায় একজন রিকশা চালক। দীর্ঘদিন যাবৎ এ এলাকায় রিকশা চালাতেন। তাছাড়া তার মৃগী রোগ রয়েছে বলেও জানায় পরিবারের লোকজন। ধারণা করা হচ্ছে, রিকশা চালানো অবস্থায় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে রিকশাসহ পুকুরে পড়ে মৃত্যু হয় রাসেলের।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন চাঁদপুর কণ্ঠকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন হবে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়