সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

শাহরাস্তিতে রাতের আঁধারে পুড়লো বসতঘর
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে রাতের আঁধারে পুড়লো বসতঘর। গত ১ ডিসেম্বর মধ্যরাতে শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সাফায়েত উল্লাহর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে পার্শ্ববর্তী সেলিম মিয়া দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে। এর মধ্যেই সাফায়েত উল্লাহর পাকের ঘর ও বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, সাফায়েত উল্লাহর এই ঘরে তিনটি পরিবার ভাড়া থাকতো। পুড়ে যাওয়া ঘরটির পাশেই রয়েছে শাহরাস্তি উপজেলা রেজিস্ট্রি অফিস। যথাসময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত না হলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পরতো অফিসটি। অফিস সহকারী আবুল বাসার জানান, রাতে আগুন লাগার সময় তিনি অফিসে ছিলেন। আরেকটু হলেই অফিসে আগুন লেগে যেতো। ভাগ্য ভালো লক্ষাধিক পরিবার এ ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়