প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা কারাগার গ্রন্থাগার ও জেলার ১৯টি বেসরকারি গ্রন্থাগারকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার তৈরির জন্যে বুক শেলফ ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে ৩০ নভেম্বর মঙ্গলবার বিকেলে এসব হস্তান্তর করেন জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা। এ সময় গণগ্রন্থাগারের সহকারী গণগ্রন্থাগারিক ও অন্যান্য গ্রন্থাগারিকবৃন্দ উপস্থিত ছিলেন। লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা বলেন, এসব কর্নারের জন্যে সরকারিভাবে আগামী সপ্তাহে বইও বিতরণ করা হবে ।