সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ॥ প্রাণহানির আশঙ্কা

জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ॥ প্রাণহানির আশঙ্কা
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ে প্রধান শিক্ষিকাসহ ৫জন শিক্ষিকা রয়েছেন। শ্রেণিকক্ষ সংকটের কারণে ২টি শ্রেণি কক্ষে ১৩২ জন ছাত্র-ছাত্রীকে পাঠদান করা হচ্ছে। যে ২টি শ্রেণিকক্ষ রয়েছে তাও আবার জানালা ও দরজাবিহীন। পুরো ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভবন ভেঙ্গে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পুরো ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

বিদ্যালয় ভবন দেখলে মনে হয়, কোনো পরিত্যক্ত একটা ভবন ঠায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ভবন ভেঙ্গে প্রাণহানি ঘটতে পারে।

সরজমিন গেলে অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজন জানান, বিদ্যালয়টি যে কোনো সময় ভেঙ্গে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এখানে নতুন একটি ভবন জরুরিভাবে নির্মাণ করা প্রয়োজন। এ ভবন বহু পূর্ব হতে অকেজো অবস্থায় রয়েছে। অনেকে ভয়ে তাদের ছেলে-মেয়েদেরকে এ বিদ্যালয়ে ভর্তি করাতে চায় না।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির খান বলেন, বিদ্যালয়ের মূল সমস্যা হচ্ছে ভবন সমস্যা। যে ভবনে পাঠদান চলে, সেটা একটা জরাজীর্ণ ভবন। এ জরাজীর্ণ ভবনের ১টি কক্ষে অফিস রুম ও ২টি কক্ষে শ্রেণি কার্যক্রম চলে আসছে। আমাদের একটা নতুন ভবন জরুরিভাবে প্রয়োজন।

বিদ্যালয়ের সকল শিক্ষিকা বলেন, আমরা ভবন সমস্যায় ভুগছি। পুরো ভবন জরাজীর্ণ ও অকেজো। এর মধ্যে ১ একটি কক্ষে অফিসের কার্যক্রম চলে আসছে। আর বাকি ২টি কক্ষে কোনো রকমে পাঠদান চালিয়ে নিচ্ছি। জরুরি ভাবে আমাদের নতুন একটা ভবন প্রয়োজন। আমরা ভয়ে ভয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে যাচ্ছি-কখন আবার ভবন ভেঙে পড়ে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে একটি ভবন নির্মাণ আবশ্যক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়