সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ২২:০০

ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস ভবনের ছাদ ধসে আহত ১

এমকে মানিক পাঠান
ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস ভবনের ছাদ ধসে আহত ১

ফরিদগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবনের ছাদ ধসে পড়ে কর্মরত নাছরিন আক্তার নামে এক নকলনবীশ মারাত্মক আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ৩০ নভেম্বর মঙ্গলবার অফিসে কর্মরত নকলনবীশ নাছরিন আক্তারসহ কজন দুপুর ২টার দিকে অফিস ভবনের দ্বিতীয় তলায় খাবার খেতে যান। খাবার শেষ করে ভেসিনে হাত ধোয়ার সময় হঠাৎ করে তার মাথায় বিকট শব্দে ছাদের আস্তর খসে পড়ে। এতে তিনি আহত হলে তাৎক্ষণিক সাথের লোকজন দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নাছরিন আক্তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।

এ বিষয়ে সাব রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরাতন, বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা আতঙ্ক নিয়ে অফিস চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়