রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে খেলার সুযোগ পেলো চাঁদপুরের ৩ ফুটবলার
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দেশের বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো। অনূর্ধ্ব-১৭ জাতীয় পর্যায়ের এ খেলায় চট্টগ্রাম বিভাগীয় দলে খেলার সুযোগ পেয়েছে চাঁদপুরের তিন ফুটবলার। চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনূর্ধ্ব-১৭ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে চাঁদপুরের যে তিন ফুটবলার খেলবে, তারা হলেন চাঁদপুর সদরের ওমর ফারুক, মোঃ ইয়াসিন ও ফরিদগঞ্জের জিসান। এই তিনজন ফুটবলার জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে ভালো খেলেছিলো। এই ৩জন ফুটবলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল হিসেবে চট্টগ্রামে বিভাগীয় খেলায় অংশগ্রহণ করেছিলো।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, এই ফুটবলাররা যদি চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে ভালো খেলতে পারে তাহলে তারা আগামীতে জাতীয় ফুটবল দলের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পাবে। জেলা পর্যায়ে তিনজন উঠতি বয়সী ফুটবলার নিয়মিত অনুশীলন করছে। ইতিমধ্যে তারা চাঁদপুর জেলা দলের হয়ে বিভিন্ন জেলার ফুটবল লীগ টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়