প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে যেনো মিলনমেলা
এমন আয়োজন সত্যি অসাধারণ : জেলা প্রশাসক * এ ধরনের আয়োজনে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় : পুলিশ সুপার
চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান। প্রেসক্লাবের বার্ষিক এ আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বরাবরের ন্যায় এবারো চাঁদপুরের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলা ঘটে এ ফ্যামিলি ডে অনুষ্ঠানে। সারাদিন নানা ধরনের ক্রীড়া, গান, আনন্দভোজ, আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে উপভোগ্য করে তোলে। স্টেডিয়ামজুড়ে সববয়সী শিশুদের হৈ-হুল্লোড়, দৌড়াদৌড়ি ও বিভিন্ন খেলায় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। প্রেসক্লাব নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক ও তাদের স্ত্রী সন্তানরাও বিভিন্ন খেলায় অংশ নেন।
|আরো খবর
মধাহ্নভোজের পর সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। সকালে প্রাতরাশের পর চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
দুপুরের পর সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিবারের সদস্য তথা জেলা প্রশাসকের স্বামী প্রফেসর একেএম জহুরুল হক ও পুলিশ সুপারের স্ত্রী ডাঃ আফসানা শর্মী উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি এবং প্রাণোচ্ছল কথারমালা ফ্যামিলি ডে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়া চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনা পর্বে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সকল কিছুতে চাঁদপুর প্রেসক্লাব অনন্য উদাহরণ। সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন চাঁদপুর প্রেসক্লাব দৃষ্টান্তস্বরূপ। সকল সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এমন আয়োজন সত্যি অসাধারণ। তিনি বলেন, আমি চাঁদপুরে কর্মকালীন সময়টাতে প্রেসক্লাবের আয়োজনে আজকেরটাসহ তিনটা আয়োজন দেখলাম। তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণ করেছেন, জোসনা বিলাস করেছেন, আজকে করছেন ফ্যামিলি ডে অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠানে আসলে নিজের কাছেও ভালো লাগে, বেশ আনন্দ উপভোগ করি। আমি প্রেসক্লাবে নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের সাংবাদিককে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পুলিশ সুপার মিলন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজনে পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। প্রত্যেকের স্ত্রী-সন্তানরা বছরের একটা দিন একত্রিত হন, খেলাধুলা আনন্দে মেতে ওঠেন। এতে সামাজিক সম্পর্ক বাড়ে। আমি এ ধরনের আয়োজনের জন্যে প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা। অনুষ্ঠান মঞ্চে এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।
সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের পর পুনরায় খেলা শুরু হয়। বিকেলে সকলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
দিনব্যাপী এ আয়োজনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, অধ্যাপক জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মির্জা জাকির, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, সমাজকল্যাণ সম্পাদক আশ্রাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের, কার্যকরী সদস্য পার্থনাথ চক্রবর্তী, আবদুুর রহমান, ওমর পাটওয়ারী, মুনির চৌধুরী, এমএ লতিফ, মোশারফ হোসেন লিটন, শরীফ মোঃ আশ্রাফুল হকসহ সদস্যবৃন্দ।